Sushant sing rajput girlfriend .

মুম্বাই: প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়ম ছিল রিয়া কে ফোন করার, শনিবার রাতেও শেষ কথা হয় রিয়ার সাথে। রিয়ার সঙ্গে সম্পর্কে সুশান্ত খুশি ছিলেন না বার বার বলতেন তার  ডাক্তারকে তার প্রথম প্রেমিক অঙ্কিতার কথা। এমন কি সুশান্ত বলে অঙ্কিতার সঙ্গে সম্পর্কটা ভেঙ্গে সুশান্ত সবচেয়ে বড় ভুল করছে।

অভিনেতার মৃত্যু নিয়ে বেশ আলোচনা ময় হয়ে আছে রিয়া, ইতিমধ্যে বান্দ্রা থানায় ৯ ঘণ্টা বসিয়ে জেরা করেছেন পুলিশ। জেরায় রিয়া তদন্তকারী দের বলেছেন যে তারা দুজন লকডাউনে একসঙ্গে থাকে প্রথম দিকে, কিন্ত শেষের দিকে তাদের ঝগড়া হয়। এমন কি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। সুশান্তের অনুরাগীরা আগে থেকেই রিয়ার উপর সন্দেহের ভারটা ছিল, এখন আরো সংকট বেড়ে গেলো। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরোচনা দাওয়া অভিযোগে মামলা দায়ের করা হয়েছে রিয়ার উপর।

কুন্দন কুমার নামে বিহারের এক উকিল মুজাফফরপুর আদালতে রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতির কাছে পিটিশন দাখিল করেছেন, ওই সুশান্তের অনুরাগী বলেছেন একজন শিক্ষিত এত বড় সাকসেস পাওয়া একজন অভিনেতা এমন কাজ করতে পারে না নিশ্চই এর মধ্যে সড়যন্ত্র রয়েছে। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে এই আদালতেই সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বনশালি এবং একতা কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

রিয়া অবশ্য জেরায় জানিয়েছে তাদের দুজনের মধ্যে ঝগড়া হলেও একেবারে কথা বন্ধ হয়ে যায় নি। মোবাইল ফোন, মেসেজ, এমনকি ভিডিও কলেও কথা হতো তাদের এমনটি জানিয়েছে রিয়া। রিয়ার ফোন তাদের দুজনের ব্যাক্তিগত ছবি পাওয়া গিয়েছে বলে পুলিশ তদন্তে জানা গেছে। এমনকি প্রতিদিন রাতে ঘুমানোর আগে রিয়া কে ফোন করতেন সুশান্ত, শনিবার রাতেও তাদের কথা হয়েছিল বলে পুলিশ তদন্তে জানা গেছে। 

সুশান্তের মৃত্যু নিয়ে রিয়া সহ আরো ১৩ জনের বয়ান নিয়েছেন পুলিশ। সেই তালিকায় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া, মহেশ শেট্টি, সুশান্তের রাধুনী, পরিচারিকা, কোয়ারটেকার সকলেই আছে এখানে। এমনকি সুশান্তের চিকিৎসক হিন্দুজা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ কেরসি চাওলাও বলেছেন সুশান্ত প্রায়ই বলতেন রিয়ার সঙ্গে সম্পর্কে তিনি খুশি ছিলেন না। এমনকি বারবার সুশান্ত অঙ্কিতা লোখান্ডের  কথা বলতেন। তার সঙ্গে সম্পর্ক ভাঙ্গা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে বলে জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।